সম্প্র্রতি নেপালের প্রধানমন্ত্রী কেপি অলির পদত্যাগের পর দেশটির রাজনৈতিক পরিস্থিতি নতুন দিকে মোড় নিয়েছে। রাজতন্ত্রের অন্ধকার থেকে গণতন্ত্রের উজ্জ্বল আলোর দিকে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় এসেছিলেন অলি। কিন্তু তিনি দুর্নীতি, অভ্যন্তরীণ কোন্দল সংসদীয় সংকট সামাল দিতে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছেন। এর মাধ্যমে আশাহত করেছেন দেশটির জনগণকে। মানুষের ক্ষোভ এতটাই তীব্র হয়ে ওঠে যে, দেশের বড় বড় শহরে নতুন করে বিক্ষোভের আগুন জ্বলে উঠেছে। কেবল সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর কড়াকড়ি আরোপের কারণে এমন বিক্ষোভের সৃষ্টি হয়েছে, মনে করলে বড় ধরনের ভুল করা হবে। দীর্ঘদিনের অপ্রাপ্তির ক্ষোভই এমন ক্রোধে পরিণত হয়ে বিস্ফোরিত হয়েছে। অবশ্য নেপালের এই সংকটকে গভীরভাবে বুঝতে গেলে হিসাবের কিছু গন্ডগোল তো হয়েই যায়। দেখা যাচ্ছে, তরুণদের এই বিক্ষোভের মধ্যে কেবল বামপন্থি শক্তিগুলোই নয়, বরং রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে আন্দোলনকারী চরম...