জাকসু নির্বাচনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ভোট গ্রহণ শুরুর পর ৪৫ মিনিটে ভোট পড়েছে ১২টি। এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নির্ধারিত সময়ের ১৬ মিনিট পর সকাল ৯টা ১৬ মিনিটের দিকে ভোট গ্রহণ শুরু হয়। ৪৫ মিনিট পর পৌনে ১০টা পর্যন্ত ভোট পড়ে ১২টি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের পোলিং কর্মকর্তা উজ্জ্বল কুমার মন্ডল জানান, এই ভোটকেন্দ্রে ১৬ মিনিট পর ভোট গ্রহণ শুরু হয়েছে। ৯টা ৪৫ মিনিট পর্যন্ত ভোট পড়েছে ১২টি। তবে এখন ভোটার উপস্থিতি অনেক বেড়েছে। এই হলের ২০২১-২২ শিক্ষাবর্ষের (৫১ ব্যাচ) শিক্ষার্থী এস এম হামিদ হাসান বলেন, ‘ভোট শুরুর প্রথম দিকেই এসে লাইনে দাঁড়িয়েছি। প্রায় ২০ মিনিট লাইনে দাঁড়ানোর পর ভোট দিতে পেরেছি।’ এবারের নির্বাচনে মোট ১১ হাজার ৮৯৭ শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ছাত্র...