ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ভবনের ধংসস্তূপে পাওয়ার মরদেহে পরিচয় শনাক্তে কাজ করছে কাতার। একই সঙ্গে এখনো নিখোঁজ দুজনের খোঁজে অভিযান চলছে। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। কাতারের দোহায় গত মঙ্গলবার হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। কাতারি কর্তৃপক্ষ হামলার পর পরই উদ্ধার অভিযান শুরু করে। তারা বলছে, এখনো নিখোঁজ আছেন দুজন। এছাড়া ধ্বংস্তূপে পাওয়া মানুষের দেহাবশেষ শনাক্ত করা হচ্ছে। এদিকে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, অত্যন্ত বিতর্কিত এ হামলা সফল হয়নি। এ নিয়ে ইসরায়েলি সামরিক মহলে উদ্বেগ রয়েছে। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হামাসের নিম্ন-স্তরের তিন সদস্যের মরদেহ শনাক্ত করেছে। হামাসও বিষয়টি নিশ্চিত করেছে। তাদের দাবি, তাদের আলোচনাকারী দলকে হত্যার চেষ্টা ব্যর্থ হয়েছে। সিএনএনের সাথে এক সাক্ষাৎকারে কাতারের প্রধানমন্ত্রী হামাসের প্রধান আলোচক খলিল আল-হাইয়ার ভাগ্যে কী ঘটেছে তা জানাননি। বুধবার...