সাড়ে তিন দশকের সংগীতজীবন নিয়ে গল্প শোনাতে আসছেন সংগীতশিল্পী কনকচাঁপা। বৃহস্পতিবার তার জন্মদিন ঘিরে চ্যানেল আইয়ে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান। চ্যানেল আই বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শিল্পীজীবনের অভিজ্ঞতা নিয়ে কনকচাঁপা কথা বলেছেন কনকচাঁপা চ্যানেল আইয়ের অনুষ্ঠান ‘তারকাকথনে'। অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন প্রখ্যাত গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান। ‘তুমি আমার এমনই একজন’, ‘কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল’সহ বহু জনপ্রিয় গানের কণ্ঠশিল্পী কনকচাঁপার জন্ম ১৯৬৯ সালের ১১ সেপ্টেম্বর। এই শিল্পী একবার তার জন্মদিনে ফেইসবুকে লিখেছিলেন জীবনের শেষ পর্যন্ত গানের সঙ্গে থাকতে চান তিনি। তিনি লিখেছিলেন, “কর্মহীন দীর্ঘজীবন আমার খুবই অপছন্দ। জীবনের শেষ দিন পর্যন্ত কর্মক্ষম থাকতে চাই, সুরের সাথে ন্যায়ের সাথে ভালো কাজের সাথেই থাকতে চাই। আরো ভালো কিছু কাজ করতে চাই। এই আমার বড় ইচ্ছা।” জন্মদিনের স্মৃতিচারণায় এই শিল্পী জানিয়েছিলেন, ছোটবেলায় মোম জ্বালিয়ে...