বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া ম্যাচ নেমে এলো ৯ ওভারে। শেষ পর্যন্ত সম্ভব হলো না সেটিও। দুই দল মিলিয়ে খেলা হলো স্রেফ ১৩ ওভারের কাছাকাছি। তবে জয়-পরাজয় বের করে আনার জন্য যথেষ্ট হলো সেটুকুই। বৃষ্টিস্নাত লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ইংলিশদের বিপক্ষে প্রোটিয়াদের জয় ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ১৪ রানে। কার্ডিফে বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় সাড়ে ৬টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচ। বৃষ্টির কারণে খেলা শুরু হয় প্রায় আড়াই ঘণ্টা দেরিতে। ম্যাচ নেমে আসে ৯ ওভারে। টস জিতে বোলিংয়ে নামা ইংলিশদের ভালো শুরু এনে দেন লুক উড। যদিও খেলার কথা ছিল জফ্রা আর্চারের। তবে শীতল আবহাওয়ায় সতর্কতার কারণে চোটপ্রবণ আর্চারকে না খেলিয়ে শেষ মুহূর্তে নেওয়া হয় উডকে। এই বাঁহাতি পেসার দ্রুত ফেরান রায়ান রিকেলটন...