ইয়েমেনের রাজধানী সানা এবং আল-জাওফ প্রদেশে ইসরায়েল ভয়াবহ বিমান হামলা চালিয়েছে, এতে ৩৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৩১ জন। কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে চালানো অভিযানের ঠিক একদিন পর এই হামলা হয়েছে। সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহত ও আহতদের বেশিরভাগই সাধারণ বেসামরিক নাগরিক। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ উদ্ধারকাজ এখনো চলমান রয়েছে। হামলায় সানার আল-তাহরির এলাকায়, ৬০ নম্বর সড়কের একটি চিকিৎসা কেন্দ্র এবং আল-জাওফের রাজধানী আল-হাজমে একটি সরকারি ভবন লক্ষ্যবস্তু করা হয়। হুথি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টেলিভিশনের দাবি, নৈতিক দিকনির্দেশনা সদর দপ্তরে হামলায় অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু হতাহতের ঘটনা ঘটেছে। ইসরায়েলি বিমান হামলায় সানার একটি চিকিৎসা কেন্দ্র, জ্বালানি সংরক্ষণ কেন্দ্র এবং...