ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) পঞ্চম জয় তুলে নিয়েছে সাকিব আল হাসানের অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার ভোরে অনুষ্ঠিত ম্যাচে তারা ৪ উইকেটে হারিয়েছে গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে। ব্যাট হাতে ভালো করতে না পারলেও বল হাতে এক উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। প্রভিডেন্সে অনুষ্ঠিত ম্যাচটি হয়েছে লো স্কোরিং। আগে ব্যাটিংয়ে নেমে ১৮.১ ওভারে মাত্র ৯৯ রানে অল-আউট হয়ে যায় গায়ানা। দলের হয়ে ১৪ বলে সর্বোচ্চ ২৬ রান করেন শেই হোপ। এছাড়া মঈন আলী ১০, বেন ম্যকডারমট ১৪, প্রিটোরিয়াস ১২ এবং কুইন্টিন স্যাম্পসন করেন ১৯ রান। বল হাতে ৪ ওভারে ২৮ রান দিয়ে ১ উইকেট নেন সাকিব। এছাড়া জেইডেন সিলস ১৫ রানে ৪টি এবং উসামা মির ১৭ রানে নেন ৩ উইকেট। ছোট্ট টার্গেট তাড়ায় নেমে শুরুতেই উইকেট হারিয়েছিল অ্যান্টিগা। আন্দ্রিস...