মেক্সিকোর রাজধানীতে গ্যাস পরিবহনকারী ট্রাকে বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছে তিনজন। দগ্ধ ও আহত হন আরও কমপক্ষে ৭০ জন। বুধবার (১০ সেপ্টেম্বর) মেক্সিকো সিটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে, ওই ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় ঘটে বিস্ফোরণ। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। পুড়ে যায় অন্তত ৩০টি যানবাহন। ট্রাকটিতে প্রায় ৫০ হাজার লিটার গ্যাস ছিল। দীর্ঘ চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। ইতোমধ্যে...