সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। ইতিহাস গড়ে এ নির্বাচনে অধিকাংশ পদে জয় পেয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা। অন্যদিকে, বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী ছাত্রদল পড়েছে ইতিহাসের অন্যতম বড় ধাক্কায়। শুধু পরাজয় নয়, অনেক পদে দ্বিতীয় স্থানেও পৌঁছাতে পারেননি তাদের প্রার্থীরা।দীর্ঘদিনের সাংগঠনিক দুর্বলতা, নেতৃত্বহীনতা এবং শিক্ষার্থীদের চাহিদা অনুধাবনে ব্যর্থতা—এসবই ছাত্রদলের বিপর্যয়ের মূল কারণ হিসেবে দেখছেন অনেকে। তাদের মতে, ক্যাম্পাসে স্থায়ী উপস্থিতি না থাকা, সারা দেশে বিএনপির কিছু নেতার অরাজনৈতিক আচরণ, দুর্বল প্রচার এবং বিভক্ত নেতৃত্ব শিক্ষার্থীদের আস্থাহীন করে তুলেছে সংগঠনটির প্রতি। অন্যদিকে, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরপরই নিজেদের অবস্থান দৃঢ় করতে সচেষ্ট হয় ইসলামী ছাত্রশিবির। শিক্ষার্থীদের স্বার্থে নানা কর্মসূচি, আহতদের পাশে দাঁড়ানো এবং শিক্ষার্থীবান্ধব কার্যক্রমের মাধ্যমে তারা দ্রুত আলোচনায় আসে। প্রার্থী মনোনয়নের ক্ষেত্রেও নতুনত্ব দেখিয়েছে সংগঠনটি।...