১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬ এএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬ এএম বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির পূর্ণ দায়িত্ব পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে চলতি বছরের ১৩ মে শিক্ষা মন্ত্রণালয়ের অপর এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে পূর্ণকালীন ভিসি নিয়োগের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব দেওয়া হয়েছিল। তখন থেকেই তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব নাঈমা খন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয় আইন ২০১৩ (সংশোধিত) এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হলো। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছরের ২৩ সেপ্টেম্বর ঢাকা...