রাজধানীর সৌন্দর্য ও পরিচ্ছন্নতা রক্ষায় অবৈধ পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। বৃহস্পতিবার উত্তরাসহ আশপাশের এলাকায় এ কার্যক্রম চালানো হয়। এক গণবিজ্ঞপ্তিতে ডিএনসিসি জানিয়েছে, অনুমোদন ছাড়া পোস্টার, ব্যানার ও দেয়াল লিখন আইনত নিষিদ্ধ। দেয়াল লিখন ও পোস্টার লাগানো নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর ধারা ৩ ও ৪ অনুযায়ী এই কার্যক্রম অপরাধ হিসেবে গণ্য হবে। একই আইনের ধারা ৬-এ অর্থদণ্ড ও কারাদণ্ডের বিধান রয়েছে। ডিএনসিসি জানিয়েছে, আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে যারা দেয়ালে লিখেছেন বা পোস্টার লাগিয়েছেন তাদের নিজ দায়িত্বে এবং খরচে এসব অপসারণ করে দেয়াল পুনরায় রঙ করতে হবে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া রাস্তায় ময়লা না ফেলার আহ্বান জানানো হয়; যত্রতত্র ময়লা ফেলা শাস্তিযোগ্য অপরাধ বলেও সতর্ক করা হয়েছে। সিটি কর্পোরেশনের ভাষ্য...