আর সেখানে আট থেকে দশজনের মব হামলা। কনস্টেবল আলামিন দায়ের গোপে জখম, পুলিশ ভ্যান ভাঙচুর। গত ১ সেপ্টেম্বর রাতে শ্যামলী হাউজিং এলাকায় একটি অপহরণের ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছালে অপহরণকারীরা পুলিশ ও সংবাদদাতাদের ওপর অতর্কিতভাবে দেশীয় ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায়। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এ প্রসঙ্গে কথা বলেন। জিল্লুর রহমান বলেন, একটি ঘটনার অভিঘাত পুরো বাহিনীর বুকে ঢুকে গেছে। ডিএমপির কর্মকর্তারা এখন খোলামেলা বলছেন, আমাদের ভেতরে ভয় ঢুকে গেছে। জরুরি কল মানেই যে ঝুঁকির আধার সেই বোধ তাদেরকে আটকে দিচ্ছে। কখনো ঘটনাস্থলে যেতে দেরি, কখনো আবার একেবারেই না যাওয়া। নরসিংদীর শিবপুর বা গাইবান্ধার উদাহরণগুলো...