আর্থিক দ্বন্দ্বের জেরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে রবি চন্দ্র ভদ্র (৪২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর থেকে তিনি পলাতক। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার চকমিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে হত্যাকাণ্ডটি ঘটে।আরো পড়ুন:নরসিংদীতে ২ ভাইকে কুপিয়ে হত্যাআফরিন হত্যা: মুখে কালো কাপড় বেঁধে কুবি শিক্ষার্থীদের মৌন মিছিল আফরিন হত্যা: মুখে কালো কাপড় বেঁধে কুবি শিক্ষার্থীদের মৌন মিছিল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.আর.এম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত করুনা রানী (৬২) মান্দারতা গ্রামের মৃত পটিক চন্দ্র ভদ্রর স্ত্রী। অভিযুক্ত রবি চন্দ্র তার ছেলে। এলাকাবাসী জানান, গতকাল রাত ১০টার দিকে মা-ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রবি চন্দ্র ধারালো বটি দিয়ে...