অর্থবছরের জুলাই থেকে মার্চ এই ৯ মাসে বাজেটের টাকার ন্যূনতম শতকরা ৬০ ভাগ ব্যয় করতে নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে। নির্ধারিত সময়ে তা করতে ব্যর্থ হলে শেষ ৩ মাস অর্থাৎ এপ্রিল-জুন এই সময়ে চতুর্থ কিস্তির অর্থ ছাড় স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। সরকারের অর্থ ব্যয়ে দুর্নীতি, অনিয়ম, অপচয় ও অপব্যবহার প্রতিরোধ করতে এ নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এছাড়া কৃচ্ছ সাধনের লক্ষ্যে অর্থ ব্যয়ে যেসব খাতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেগুলো যথাযথ অনুসরণ করতে বলা হয়েছে ওই নির্দেশনায়। পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের পণ্য, সেবা, কার্যক্রম ও বুদ্ধিভিত্তিক সেবা কেনার ক্ষেত্রে সুনির্দিষ্ট সময়ভিত্তিক পরিকল্পনা বাস্তবায়নের কথা বলা হয়েছে। খবর সংশ্লিষ্ট সূত্রের। বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের পাঠানো ওই নির্দেশনায় বলা হয়, মন্ত্রণালয়গুলো সুষ্ঠুভাবে বাজেট বাস্তবায়ন করতে পারছে না। দেখা যাচ্ছে বছরের শেষদিকে টাকা খরচ অস্বাভাবিক...