জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হলো মুখে খাওয়ার বড়ি। বাজারে পাওয়া যায় কয়েক ধরনের বড়ি—কম্বাইন্ড ওরাল পিল, প্রোজেস্টেরন-অনলি পিল (মিনিপিল) এবং ইমার্জেন্সি পিল। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কম্বাইন্ড পিল, যা ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের মিশ্রণে তৈরি।বিশেষজ্ঞরা জানান, প্রথম প্রজন্মের বড়িতে হরমোনের মাত্রা অনেক বেশি থাকলেও বর্তমানে তা কমিয়ে আনা হয়েছে। ফলে পার্শ্বপ্রতিক্রিয়াও তুলনামূলক কম। সাধারণত কম্বাইন্ড পিল ২৮ ট্যাবলেটের একটি পাতায় পাওয়া যায়—এর মধ্যে ২১টি সক্রিয় পিল এবং ৭টি আয়রনযুক্ত নিষ্ক্রিয় পিল থাকে। নিয়ম অনুযায়ী মাসিকের প্রথম দিন থেকেই বড়ি খাওয়া শুরু করতে হয় এবং টানা ২১ দিন খেতে হয়।প্রথম দিন খেতে ভুলে গেলে মাসিকের পঞ্চম দিন পর্যন্ত যেকোনো দিন বড়ি শুরু করা যায়। আর যদি মাঝপথে একদিন পিল খাওয়া বাদ পড়ে, তবে পরদিন মনে পড়ামাত্র সেই...