নিজস্ব প্রতিবেদক: অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট অভাবনীয় জয় পেয়েছে। ঐতিহাসিক এ নির্বাচনে প্যানেলটি ছাত্রদের বিপুল সমর্থন পেয়ে ভিপি (সহ-সভাপতি) এবং জিএস (সাধারণ সম্পাদক) সহ মোট ২৩টি পদে বিজয়ী হয়েছে। এই নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত দুটি পদ হলো ভিপি ও জিএস— যাদের কার্যক্রম ও অবস্থান সরাসরি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রভাব ফেলে। ডাকসুর ভিপি ও জিএস হলেন ঢাবির হাজার হাজার শিক্ষার্থীর নির্বাচিত প্রতিনিধি। তাদের দায়িত্ব শুধু সাংগঠনিক বা অনুষ্ঠান কেন্দ্রিক নয়, বরং বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদ তথা সিনেট ও সিন্ডিকেটের সদস্য হিসেবেও তারা দায়িত্ব পালন করেন। ফলে, বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী পর্যায়ে শিক্ষার্থীদের স্বার্থ ও অবস্থান তারা তুলে ধরতে পারেন। তাদের ক্ষমতার পরিধি আরও বিস্তৃত। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সভা,...