কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে নির্যাতনের মামলায় সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়। একই দিনে প্রজ্ঞাপনটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯(২) ধারা অনুযায়ী ২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ থেকে সুলতানা পারভীনকে সাময়িক বরখাস্ত করা হলো। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। এ আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে। একইদিন হাইকোর্ট থেকে সুলতানা পারভীন জামিন পান। তবে জামিন সংক্রান্ত কাগজপত্র এখনো কারাগারে পৌঁছায়নি, তাই তিনি এখনও কুড়িগ্রাম জেলা কারাগারে বন্দি রয়েছেন। মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের মার্চে সুলতানা পারভীন প্রশাসনের একটি পুকুর নিজের নামে নামকরণ করেন। এ বিষয়ে সংবাদ প্রকাশ...