কার্ডিফে দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আসল খেলাটা খেলল বৃষ্টি। ইনিংসের দৈর্ঘ্য কমতে কমতে নেমে এলো ৫ ওভারে! প্রোটিয়ারা ৭.৫ ওভার ব্যাট করলেও ইংল্যান্ড ৫ ওভারের বেশি সুযোগ পায়নি। এই বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস পদ্ধতিতে ইংল্যান্ডকে ১৪ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। দুই ঘণ্টার বেশি দেরিতে শুরু হওয়া ম্যাচটি প্রথমে ৯ ওভারে নামিয়ে আনা হয়। দক্ষিণ আফ্রিকা ব্যাটিং করতে নেমে ৭.৫ ওভার খেলে তোলে ৯৭ রান, তখনই আবার বৃষ্টি নামে এবং তাদের ইনিংস আর সম্পূর্ণ করা সম্ভব হয়নি। সর্বোচ্চ ২৮ রান আসে অধিনায়ক এডেন মার্করামের ব্যাট থেকে। এছাড়া ডিওয়াল্ড ব্রেভিস ১০ বলে ২৩ এবং ডোনোভান ফারেইরা ১১ বলে ২৫ রানের দুটি ঝড়ো ইনিংস উপহার দেন। ডিএলএস মেথডে ইংল্যান্ড সামনে টার্গেট দাঁড়ায় ৫ ওভারে ৬৯ রানের।...