জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির সভাপতি মুহিবুর রহমানকে কেন্দ্র করে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে ছাত্রদল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে তারা আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ জমা দেন। অভিযোগ অনুযায়ী, ভোর ৬টার কিছু পর মুহিবুর রহমান গেস্টরুমে যাওয়ার কথা বলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ভিতরে প্রবেশ করেন। সেখানে তিনি একটি কক্ষে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন এবং পরে বের হন। ছাত্রদল মনে করছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবে পক্ষপাতিত্ব করছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। কাজী নজরুল ইসলাম হলের রিটার্নিং কর্মকর্তা মীর ফেরদৌসকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা বা শিবিরের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৩ বছর পর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদের ভোটগ্রহণ শুরু হয়। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটাভুটি চলবে। বিশ্ববিদ্যালয়...