ঠাকুরগাঁও: "মাঠে মাঠে খেলা চাই, মাদকমুক্ত সমাজ চাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হলো উত্তরণ ক্রীড়াচক্র আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে শহরের রিভারভিউ উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।ফাইনাল খেলায় বাজারপাড়া ঠান্ডাস ২-০ গোলে সিজন ওয়ারিয়র্সকে হারিয়ে শিরোপা জয় করে। খেলার শুরু থেকেই দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গেলেও বাজারপাড়া ঠান্ডাসের আক্রমণভাগের খেলোয়াড়রা ধারাবাহিকভাবে ভালো খেলেন এবং শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ এবং জেলা বিএনপির সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মুরাদ হোসেন ও ঠাকুরগাঁও জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সাগির।অনুষ্ঠানটি মীর সাব্বির...