দীর্ঘ ৩৩ বছর অপেক্ষার পর আজ বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও ২১টি হল সংসদ নির্বাচন। সকালে ধীরে ধীরে সূর্য উঠতেই ক্যাম্পাসজুড়ে নেমে আসে এক ধরনের ভোট উৎসবের আবহ। সকাল ৯টার কিছু পর থেকে শুরু হয় ভোটগ্রহণ, চলবে বিকেল ৫টা পর্যন্ত। সকাল ৮টা থেকেই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোয় ব্যস্ততা চোখে পড়ে। রিটার্নিং কর্মকর্তারা ভোটকেন্দ্রগুলোয় প্রস্তুতি নিতে শুরু করেন, সেইসঙ্গে নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারাও যোগ দেন তাদের দায়িত্বে। কেন্দ্রীয় খেলার মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে দায়িত্ব হস্তান্তর করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে তাঁরা ভাগ হয়ে ক্যাম্পাসের গেট ও গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নেন। ভোট শুরুর পরপরই উৎসাহ নিয়ে কেন্দ্রে আসেন শিক্ষার্থীরা। কাজী নজরুল ইসলাম হলের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এস এম হামিদ হাসান বলেন, ‘ভোট শুরুর সঙ্গে সঙ্গেই এসে লাইনে দাঁড়াই। প্রায়...