রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে মনোনয়নন ফরম জমা দেয়া ৭ জনের প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে শিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোটের’ আলোচিত কার্যকারী সদস্য সনাতন ধর্মালম্বী সুজন চন্দও বাদ পড়েছেন।বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৬টায় রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান স্বাক্ষরিত প্রার্থী তালিকা সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচনের কেন্দ্রীয় সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি পদে মোট প্রার্থী হচ্ছেন ৩২২ জন। এর মধ্যে রাকসু নির্বাচনে বিভিন্ন পদে ২৫৫ জন এবং সিনেট ছাত্র প্রতিনিধি পদে ৬০ জন লড়বেন। মনোনয়ন জমা দেয়া ৭ জনের প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন।প্রার্থীতা বাতিল হওয়া অন্যরা হলেন- সহ-সভাপতি (ভিপি) প্রার্থী সাগর আহমেদ মিয়া, সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আশিকুর রহমান, পরিবেশ ও...