ভারতে পাচারকালে ফেনী সীমান্ত থেকে ফলজ ও কৃষি বীজ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ফেনীর ফুলগাজী উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকা থেকে কৃষি পণ্যগুলো জব্দ করা হয়। রাতে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ফেনী ব্যাটালিয়নের খেজুরিয়া বিওপির একটি বিশেষ টহল দল ফেনীর ফুলগাজী উপজেলার বসন্তপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ২১৮১/২-এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিপুল পরিমাণ আমদানীকৃত ফলজ ও কৃষি বীজ ভারতে পাচারকালে জব্দ করা হয়। বীজগুলো কাস্টমসে্ জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। জব্দকৃত বীজের আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৬৪ হাজার ৯শ টাকা।...