নারী শ্রমিক আমেনা খাতুন বলেন, ‘আমাদের আর কোনো দাবি নেই, শুধু আমাদের বেতন চাই। বেতন না পেলে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে।’ আরেক শ্রমিক সুরুজ মিয়া জানান, ‘পরিবার নিয়ে কষ্টের মধ্যে আছি। বেতন না পেলে ঘর ভাড়া দিতে পারব না, মালিক আমাদের বের করে দেবে। স্ত্রী ও সন্তান নিয়ে রাস্তায় ঘুরতে হবে।’ শ্রমিক আন্দোলনের কারণে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা চরম অসুবিধায় পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিক...