সংকটের সময় সমাজ কীভাবে নিজেকে রক্ষা করে এবং পুনরায় জেগে ওঠে, তা বোঝার জন্য সংকট ও স্থিতিস্থাপকতার সমাজতত্ত্ব গুরুত্বপূর্ণ। এটি কেবল কোনো বিপর্যয়ের মুহূর্ত নিয়ে কাজ করে না, বরং সেই বিপর্যয় থেকে ঘুরে দাঁড়ানো, রূপান্তরিত হওয়া এবং মানিয়ে নেওয়ার দীর্ঘ প্রক্রিয়াটিকেও বিশ্লেষণ করে। অর্থনৈতিক, রাজনৈতিক, স্বাস্থ্যগত, বা পরিবেশগত—যে কোনো ধরনের সংকটেই এই তত্ত্বের প্রাসঙ্গিকতা রয়েছে। বিশেষ করে, বর্তমানে বিশ্বজুড়ে যখন একের পর এক ধাক্কা আসছে, যেমন ২০০৮ সালের অর্থনৈতিক সংকট, কোভিড-১৯ মহামারী, জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয়, এবং বাংলাদেশের ক্ষেত্রে ২০২৪ সালের জুলাই মাসের ছাত্র আন্দোলন, তখন এর গুরুত্ব আরও বেড়েছে। সংকট সমাজবিজ্ঞানের মূল ভিত্তি হলো, যখন কোনো সমাজ তার 'স্বাভাবিক' অবস্থা হারায়, তখন তার সামাজিক প্রক্রিয়াগুলো কীভাবে কাজ করে তা বোঝা। এই বিষয়ে চার্লস পেরোর ১৯৮৪ সালের বিখ্যাত কাজ 'নরমাল অ্যাক্সিডেন্টস'...