এই বিক্ষোভ আরেকটা নতুন আলোচনাকে উসকে দিচ্ছে। এই কিছুদিনের মধ্যেই বিভিন্ন সময়ে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্রে এক নতুন অস্থিরতা চোখে পড়ছে, যা এক দেশ থেকে আরেক দেশে ঢেউয়ের মতো আছড়ে পড়ছে। শ্রীলংকায় এক ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয় বছরের পর বছর ধরে প্রতিষ্ঠিত একটা পারিবারিক রাজবংশের মতো শাসনব্যবস্থার পতন ঘটিয়েছিল। তার রেশ কাটতে না কাটতেই বাংলাদেশে এক সীমিত কোটা সংস্কার আন্দোলন একটা বিশাল গণ-অভ্যুত্থানে পরিণত হয়ে সরকার পরিবর্তন ঘটাল। প্রধানমন্ত্রী পালিয়ে বেঁচেছেন, তা আমরা দেখেছি। আর এখন নেপালে সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞার বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ একদিনের মধ্যে বেকারত্ব-দুর্নীতির বিরুদ্ধে আরেকটা বৃহত্তর আন্দোলনের চেহারা খালি নিল না, এমন একটা চেহারা নিল যাতে করে সরকার পতন বলা যায় না, মানে সরকার নেই ওখানে, কেউ নেই ওখানে-প্রেসিডেন্টও নেই, প্রধানমন্ত্রীও নেই। কাজেই খুব স্বাভাবিক প্রশ্ন হলো,...