রবির স্নিগ্ধতায় সোনালি ভোরে,আনন্দে বিনোদনে হই-হুল্লোড়ে।বেড়াতে যাচ্ছি ওই পাথরের দেশে,বন্ধুরা সব একসাথে মিলেমিশে। নদী অববাহিকায় রসনা বিলাস,চায়ের আড্ডাতে সুখের তালাশ।ওপারে দেখছি যেন ধু-ধু মরুভূমি,সাদা পাথরের দল বালুকায় চুমি। মেঘালয় ছুঁয়ে এলো রূপসী ধলাই,স্বচ্ছ জলের স্রোতে মনটা হারাই।মোছেনি আজও সেই স্মৃতির রেশ,চিকচিক ওই সাদা পাথরের দেশ। সফেদ ফেনীল স্রোত বাঁধন-হারা,কলকল বইছে রুপালি ফোয়ারা।চারদিকে...