নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের দিন সকালে ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুহিবুর রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ছাত্রদল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ছয়টার কিছু পর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে "গেস্টরুমে যাওয়ার" কথা বলে মুহিবুর রহমান প্রবেশ করেন। অভিযোগকারীরা দাবি করেন, তিনি হলে একটি নির্দিষ্ট কক্ষে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন এবং এরপর বেরিয়ে যান। ছাত্রদলের অভিযোগ, ভোটগ্রহণ শুরুর আগে কোনো প্রার্থী বা রাজনৈতিক কর্মীর এমনভাবে হলে প্রবেশ করা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। তারা তাৎক্ষণিকভাবে হলের রিটার্নিং অফিসার মীর ফেরদৌসের কাছে বিষয়টি তুলে ধরেন এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। এদিকে সকাল ৯টা থেকে শুরু হওয়া এই নির্বাচনে ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে...