ঢাকা:ব্যাপক ভোটারের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন প্রত্যক্ষ করলো দেশবাসী। নির্বাচনে প্রায় ৮০ শতাংশ ভোটগ্রহণ হয়েছে।পতিত ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগ বাদে এই নির্বাচন এমন উৎসবমুখর ও অংশগ্রহণমূলক হওয়ায় কেউ কেউ বলছেন, এর মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গেল ছাত্রলীগ। ভোটাররা বার্তা দিলেন, ভয়হীন পরিবেশ পেলে এমনই উৎসব নিয়ে ভোট দিতে আসবেন তারা, সেখানে ছাত্রলীগের মতো কোনো সংগঠনের না থাকা বিষয় হবে না। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর রাতে গণনার পাশাপাশি ফল ঘোষণা হতে থাকে। নির্বাচনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিল উৎসবের আমেজ। সারা দেশের মানুষের আগ্রহ-উৎসাহেরও কেন্দ্রে ছিল ডাকসু নির্বাচন। এই জমজমাট নির্বাচনে অংশ নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত...