নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্যসমাপ্ত ডাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের বিপুল জয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা, বিতর্ক আর প্রতিক্রিয়ার ঝড়। বিশেষ করে শিবির-সমর্থিত প্রার্থী সাবিকুন নাহার তামান্না সদস্য পদে সর্বোচ্চ ১০,৮৪০ ভোট পেয়ে বিজয়ী হওয়ার পর ‘হিজাব হিজাব’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে সিনেট ভবন— যা নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক। এই ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ও সমাজকর্মী নীলা ইস্রাফিল। তার ভাষায়, "এইটা ডাকসু না, এক্কেবারে ‘হিজাবসু’!" এক ফেসবুক স্ট্যাটাসে নীলা লেখেন:“ডাকসু ভোট শেষ হইল, কী দেখি? শিবিরের পোলাপাইন প্যানেল মারল ল্যান্ডস্লাইড... কিন্তু ব্যাটা, জিতার পরেও শান্তিতে বইসা দেশ গোছাইতেছে না, হিজাব হিজাব কইরা বাজারের হাঁকডাক দিতাছে!” তিনি হিজাব ইস্যুকে একটি রাজনৈতিক ও প্রতীকী অপব্যবহার হিসেবে...