জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচনকে ঘিরে ফের সক্রিয় হয়ে উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীরা, এমন অভিযোগ উঠেছে। এই নির্বাচনে ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতুর বিরুদ্ধে ছাত্রলীগ কর্মীদের ক্যাম্পাসে সক্রিয় ও সহযোগিতা করার অভিযোগ উঠেছে। দীর্ঘ ৩৩ বছর পর বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে বেশ কিছু অভিযোগ সামনে এসেছে। ইতিহাস বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী সাকিল মিয়াকে সঙ্গে ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ নামের একটি প্যানেল ঘোষণা করেছেন আব্দুর রশিদ জিতু। তবে এই প্যানেলে পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদকের পদটি ফাঁকা রাখা হয়েছে। অভিযোগ উঠেছে, এই পদটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন ইতিহাস বিভাগেরই সাবেক ছাত্রলীগ কর্মী আসাদুল শেখ। তিনি ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেলের...