জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে নির্ধারিত সময়ের কিছুক্ষণ পর। দিনের শুরুতে কেন্দ্রের বাইরে ভোটার উপস্থিতিও তেমন দেখা যায়নি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও ভবনের ২১টি ভোটকেন্দ্রে বৃহস্পতিবার সকাল ৯টায় ভোট শুরুর কথা ছিল। কিন্তু ব্যালট পেপার ও অন্যান্য সরঞ্জাম এনে ভোটগ্রহণ শুরু করতে করতে ১৫ থেকে ২০ মিনিট সময় পেরিয়ে যায়। নিয়ম অনুযায়ী সাংবাদিকদের সামনে খালি ব্যালট বাক্স দেখিয়ে তারপর সিলগালা করে ভোটগ্রহণের জন্য প্রস্তুত করা হয়। . তবে সকালে কেন্দ্রের বাইরে ভোটারদের উপস্থিতি তেমন না থাকায় ভোটগ্রহণ কর্মকর্তাদেরও খুব বেশি তাড়া ছিল না। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে পারে বলে আশা করছেন নির্বাচনি কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হল কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয় ৯টা ২৫ মিনিটে। তখন ২০ জনের মত ভোটারকে লাইনে অপেক্ষায় থাকতে দেখা যায়।...