বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারাতে যাচ্ছে আর্জেন্টিনা। আড়াই বছর ধরে এক নম্বরে থাকা স্ক্যালোনির দল নেমে যাচ্ছে তৃতীয় স্থানে। গত বুধবার (১০ সেপ্টেম্বর) ইকুয়েডরের কাছে ১-০ গোলে হেরেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। স্ক্যালোনির অধীনে এটি তাদের নবম পরাজয়। এর ফলে ২০২৩ সালের এপ্রিল থেকে ধরে রাখা শীর্ষস্থান হাতছাড়া হচ্ছে। যদিও এই হার তাদের বিশ্বকাপে খেলার যোগ্যতায় কোনো প্রভাব ফেলেনি, তবে বড় ধাক্কা এসেছে ফিফা র্যাঙ্কিংয়ে।আর্জেন্টিনারবর্তমান পয়েন্ট ১৮৮৫.৩৬। অন্যদিকে ১৮৬৭.০৯ পয়েন্ট নিয়ে স্পেন দ্বিতীয় এবং ১৮৬২.০৩ পয়েন্ট নিয়ে ফ্রান্স তৃতীয় স্থানে আছে। শেষ দুই ম্যাচে স্পেন ও ফ্রান্স জয় পেলেও আর্জেন্টিনা একটি ম্যাচে হেরে যাওয়ায় শীর্ষ থেকে ছিটকে পড়তে হচ্ছে তাদের। আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত আর্জেন্টিনা থাকবে এক নম্বরে। তবে ১৮ সেপ্টেম্বর নতুন...