ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের অভিযানে বুধবার একদিনে ৭২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান সংঘাতের মধ্যে মৃত ফিলিস্তিনির সংখ্যা ৬৪ হাজার ৬০০ ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আল জাজিরা এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার গাজাজুড়ে চলা হামলায় অন্তত ৭২ জন প্রাণ হারিয়েছেন। এভাবে অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৬৫৬ জনে। বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, পশ্চিম গাজার একটি এলাকায় বাস্তুচ্যুত পরিবারদের তাঁবুতে গোলাবর্ষণ চালায় ইসরায়েলি বাহিনী। এতে দুটি ফিলিস্তিনি পরিবারের অন্তত ১৫ জন নিহত হন। এছাড়া পশ্চিম গাজার বহুতল ভবন টিবা–২ লক্ষ্য করে বোমাবর্ষণ করা হয়। যদিও আগে থেকে লোকজন সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, হামলায় দুইজন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, উত্তর-পশ্চিম গাজার নাসের স্ট্রিটে বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে...