কেন্দ্রীয় ছাত্র সংসদের নতুন নেতৃত্ব বেছে নিতে ৩৩ বছর পর ভোট চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও ভবনের ২১টি ভোটকেন্দ্রে বৃহস্পতিবার সকাল ৯টার কিছুক্ষণ পর শুরু হয়েছে ভোটগ্রহণ। প্রায় ১২ হাজার শিক্ষার্থী বিকাল ৫টা পর্যন্ত তাদের রায় জানানোর সুযোগ পাবেন। জুলাই অভ্যুত্থানের পর এবং জাতীয় নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদের নির্বাচন এমনিতেই বাড়তি মনোযোগ পাচ্ছে। শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতিতে শান্তিপূর্ণ ডাকসু নির্বাচনের এক দিন বাদে ঢাকার অদূরে সাভারের জাহাঙ্গীরনগর ক্যাম্পাসের জাকসু ভোটের দিকেই এখন সবার নজর। নির্বাচন কমিশন বলছে, সুষ্ঠু ও নিরপক্ষেভাবে ভোটগ্রহণের জন্য সব প্রস্তুতিই তারা নিয়েছে। সব মিলিয়ে জাহাঙ্গীরনগরে উৎসবমুখর পরিবেশেই ভোট হবে বলে কর্তৃপক্ষ আশা করছে। প্রার্থীরাও সবাইকে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। কেউ কেউ নিরাপত্তা নিয়েও খানিকটা উদ্বেগ প্রকাশ করেছেন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে লড়ছেন...