সপ্তাহকাল ধরে জাতীয় রাজনীতির জায়গায় ডাকসু স্থান করে নিয়েছে গুরুত্ব বিবেচনায়।সবশেষে ৯ সেপ্টেম্বর নির্বাচন হওয়ার পর স্বাভাবিকভাবেই ডাকসু আলোচনা ঝিমিয়ে পড়ার কথা ছিলো।কিন্তু ডাকসু নির্বাচনের চমকে দেওয়া ফল আলোচনাটা দীর্ঘায়িত করে দিয়েছে।হয়তো আরও কিছুদিন মুখে মুখে থাকবে ডাকসু নির্বাচন। রাজনৈতিক নীতি-কৌশল নির্ধারণেও ডাকসু নির্বাচন নিয়ামক হিসেবে কাজ করবে।নির্বাচনের দিন যেসব আলোচনা-সমালোচনা ও প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগ মিনিটে মিনিটে পরিবর্তন হয়েছে,ঠিক তেমনটা না হলেও এর প্রভাব বিষয়ে আলোচনার একটা ক্ষেত্র তৈরি হয়েছে।যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে থাকেন, তাদের প্রায় সবাইকেই চমকে দিয়েছে এর ফল।সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে ইসলামী ছাত্র শিবিরকে লক্ষ্য করে সমালোচনার ঝড় বইছিলো,তাতে অনেকেরই মনে হয়েছিল হয়তো তারা দুই চারটা আসন পেতে পারে কিংবা হল সংসদগুলোতে কিছু আসনও পেতে পারে।কিন্তু নির্বাচনের ফল দেখে তাদের হতবাক হওয়ার কথা। আলোচনায় আসছে...