লক্ষ্য মোটে ১০০ রান। সেই রান তাড়ায় ৩৬ রানের মধ্যে পতন ৫ উইকেটের! তবে এক প্রান্তে চোয়ালবদ্ধ লড়াইয়ে অটল রয়ে গেলেন আমির জাঙ্গু। ইনিংস শুরু করতে নেমে শেষ ওভার পর্যন্ত টিকে থেকে দলকে তিনি জেতালেন ধ্রুপদি লো-স্কোরিং লড়াইয়ে। প্লেঅফে খেলা নিশ্চিত হলো অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের। দলের সেই জয়ে সাকিব আল হাসানের অবদান ১ উইকেট ও ১ রান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ৪ উইকেটে হারায় অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। জেডেন সিলস ও উসামা মিরের দুর্দান্ত বোলিংয়ে ঘরের মাঠে ৯৯ রানেই গুটিয়ে যায় গায়ানা। তাদেরকে টপকে যেতে অ্যান্টিগা অ্যান্ড বারবুডাকে খেলতে হয় ১৯.১ ওভার। ২৪তম জন্মদিনে ১৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্যারিবিয়ান পেসার জেডেন সিলস। পাকিস্তানি লেগ স্পিনার উসামা মির ৩ উইকেট নেন ১৭ রানে। সাকিব...