বাগেরহাটের বিলুপ্ত সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে আজ বৃহস্পতিবারও (১১ সেপ্টেম্বর) চলছে সর্বাত্মক হরতাল। আসন বিলুপ্তির প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা দ্বিতীয় দফার হরতালের শেষ দিন আজ। জেলা সদরসহ ৯টি উপজেলা ও ৩টি পৌরসভার ১৪০টি পয়েন্টে দড়ি, জাল, গাছ, গাড়ি ও বালুর ট্রাক ফেলে ব্যারিকেড সৃষ্টি করে শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছে আন্দোলনকারীরা। এতে বন্ধ রয়েছে সড়ক পথে যান চলাচল। ফলে সড়ক পথে বন্দর, ইপিজেড ও শিল্পকলকারখানার পণ্য পরিবহণ বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে সকল দোকানপাট, সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, ফেরি ও খেয়া পারাপার। ফলে কার্যত সারাদেশের সঙ্গে বাগেরহাট জেলা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মোংলা পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী বলেন, ইসির বিলুপ্ত করা আমাদের সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে আমরা সর্বদলীয় সম্মিলিত কমিটি হরতাল পালন করছি। সংসদীয় আসন পুনর্বহাল...