বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে পুলিশ লাইন্স ড্রিলসেডে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশের পর তাদেরকে অভিনন্দন জানান, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।এ সময় খুশিতে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীসহ তাদের অভিভাবকরা। আবেদন ফি ১২০ টাকা ছাড়া আর কোনো টাকা না লাগায় পুলিশ সুপারের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপস্থিত সবার এসময় হৃদয় ছুঁয়ে যায়। পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, নিয়োগের প্রথম দিন থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এখানে যারা উত্তীর্ণ হয়েছেন, তারা সকলেই নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতেই স্থান পেয়েছেন। একই সাথে তিনি অকৃতকার্য প্রার্থীদের ভবিষ্যতে আবারও প্রস্তুতি নিয়ে পুনরায় চেষ্টা করার আহ্বান জানান। পুলিশ সুপার আরও বলেন, বাংলাদেশ পুলিশে যোগদানের মাধ্যমে প্রার্থীরা দেশের সেবা করার সুযোগ পাবেন।...