জেন-জি আন্দোলনে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি সরকারের পতনের ফলে এক বিশৃঙ্খলার মধ্য দিয়ে যাচ্ছে নেপাল। বর্তমানে দেশটিতে কোনো সরকার না থাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে রয়েছে শঙ্কাও। বিশৃঙ্খল এ পরিস্থিতিতে মারধর ও লুটের শিকার হয়েছে এক বাংলাদেশি পরিবার। এদিকে, গতকাল বুধবার ১৬ বাংলাদেশিকে উদ্ধার করেছে কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস। নেপালে থাকা বাংলাদেশিদের সর্বশেষ অবস্থা জানতে চাইলে গতকাল বিকেলে দূতাবাসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে এ তথ্য জানান। তিনি বলেন, সকালে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০ জন এবং শহরের বিভিন্ন স্থান থেকে আরও ছয়জনকে উদ্ধার করে দূতাবাস। তাদের সবাই মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী ছিলেন। তাদের উদ্ধার করে বিমানের নির্ধারিত হোটেলে পৌঁছে দেওয়া হয়েছে। বাংলাদেশি কেউ আক্রান্ত হয়েছে কিনা– উত্তরে ওই কর্মকর্তা বলেন, মঙ্গলবার এক ট্যুরিস্ট বাস বিক্ষোভের সময় ভয়ে বিক্ষোভকারীদের ওপর উঠিয়ে...