জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি মুহিবুর রহমানের বিরুদ্ধে জাকসু নির্বাচন আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলেছে ছাত্রদল। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এই অভিযোগ তোলা হয়। অভিযোগকারীদের দাবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ভেতর ভোর ছয়টার কিছু পর গেস্টরুমে যাওয়ার কথা বলে প্রবেশ করে জাবি ছাত্রশিবির সভাপতি। এরপর হলের ভেতর একটি রুমে অবস্থান নেন এবং প্রায় এক ঘণ্টা পর বেরিয়ে আসেন। পরবর্তীতে, অভিযোগকারীরা কাজী নজরুল ইসলাম হলের রিটার্নিং অফিসার মীর ফেরদৌসকে এ ব্যাপারে জানান। এ সময়, বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি পক্ষকে অন্যায্য সুবিধা দিচ্ছে কি না তা নিয়েও প্রশ্ন তোলেন তারা। উল্লেখ্য, আজ ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে...