হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম জোর দিয়ে বলেছেন, প্রতিরোধ বাহিনী (হিজবুল্লাহ) কখনোই আত্মসমর্পণ করবে না বা ইসরাইলি আগ্রাসনের সামনে নত হবে না। বুধবার (১০ সেপ্টেম্বর) মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে দেওয়া এক টেলিভিশন ভাষণে হিজবুল্লাহ প্রধান এ কথা বলেন। ভাষণে তিনি বলেন, ‘লেবাননের মূল বিষয় হলো—সকল লেবানিজ নাগরিকের জন্য একটি জাতি গঠন।’ শেখ কাসেম জোর দিয়ে বলেন, ‘হিজবুল্লাহ লেবানন ও তার ভূখণ্ড রক্ষার জন্য তাদের নেতাদের বলিদান দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘প্রতিরোধ বাহিনী ইসরাইলের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে এবং তাদের লক্ষ্য অর্জনে বাধা দিচ্ছে।’ লেবানন সরকারকে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্র চায় ইসরাইল লেবাননকে নিয়ন্ত্রণ করে।’ হিজবুল্লাহ নেতার মতে, ‘যুক্তরাষ্ট্র ও ইসরাইল চায় না যে লেবাননের কোনো সামরিক শক্তি থাকুক।’ তিনি জোর দিয়ে বলেন, ‘হিজবুল্লাহ...