খেপে গেলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা মনোজ বাজপেয়ী। বক্স অফিসের সাফল্যের দাপটকে সরাসরি ‘দানব’ আখ্যা দিলেন তিনি। অভিনেতার দাবি, এই মোহ একদিন নিজেই ধ্বংস ডেকে আনবে, গ্রাস করবে স্রষ্টাদের স্বপ্ন ও সৃজনশীলতা। মনোজের এই তির্যক মন্তব্য যেন নতুন করে প্রশ্ন ছুড়ে দিল বি-টাউনে। সিনেমা কি কেবল টাকার খেলা, নাকি শিল্পের প্রকাশ?বর্তমানে মনোজ বাজপেয়ী রাম রেড্ডি পরিচালিত ‘জুগনুমা’ ছবির মুক্তির প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটি চলতি মাসে ভারতে মুক্তি পেতে চলেছে।এই মুক্তির আগে, জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতাভারতীয় এক গণমাধ্যমেরসাক্ষাৎকারে ভারতের স্বতন্ত্র সিনেমার বর্তমান অবস্থা এবং বক্স অফিসকেন্দ্রিক নতুন মোহ নিয়ে কথা বলেন। মনোজ বলেন, ‘এটা এমন একটা দানব, যেটা তৈরি করেছেন বাণিজ্যিক প্রযোজকরা নিজেদের স্বার্থে। খুব শিগগিরই এই দানবই তাদের ধ্বংস করবে।‘তিনি আরও বলেন, ‘তোমরা নিজেরাই ‘ভস্মাসুর’ তৈরি করেছ। শুধু অপেক্ষা...