ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী হামলায় একদিনে অন্তত ৭২ জন নিহত হয়েছেন। এর মধ্যে গাজা সিটিতেই নিহত হয়েছেন ৫৩ জন। প্রায় দুই বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৬৪ হাজার ছাড়িয়েছে। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সম্প্রতি কয়েক সপ্তাহে গাজা সিটি দখলে অভিযান জোরদার করে ইসরায়েল। অভিযানে বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানও চালানো হচ্ছে। স্থল অভিযানের জন্য গাজা সিটি খালি করতে উড়োজাহাজ থেকে লিফলেট ফেলে এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে বাসিন্দাদের বার্তা দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এসব বার্তায় বলা হয়, ‘গাজা সিটিতে যারা উপস্থিত আছেন, পূর্বের ওল্ড সিটি এবং তুফা এলাকা থেকে শুরু করে পশ্চিমে সাগর এলাকা পর্যন্ত সব এলাকায় আইডিএফ হামাসকে পরাজিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।...