রপ্তানি মূল্য বৃদ্ধির কারণে বিদেশে পান রপ্তানি করতে পারছেন না দেশের চাষিরা। এরই ধারাবাহিকতায় দেশেও পানের বাজারে পানের মূল্যে ধস নেমেছে। নায্য মূল্য না পেয়ে বরিশালের ঋণগ্রস্ত পান চাষিরা হতাশ হয়ে পড়েছেন। এসব সমস্যা দ্রুত সময়ের মধ্যে নিরসনের জন্য বুধবার (১০ সেপ্টেম্বর) আট দফা দাবিতে স্মারকলিপি পেশ করেছেন বাংলাদেশ পান চাষি সমিতির বরিশালের গৌরনদী উপজেলা কমিটি। গৌরনদী বাসস্ট্যান্ড ও উপজেলা চত্বরে সমাবেশটি করেন তারা। উপজেলা আহ্বায়ক মনির হোসেন সরদারের সভাপতিত্বে সমাবেশে জাতীয় কৃষক ক্ষেত মজুর সমিতির কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আব্দুস সাত্তার বলেন, “পান চাষিরা লাখ লাখ টাকা এনজিওর কাছ থেকে ঋণ নিয়ে পান চাষ করছেন। বর্তমানে বাজারে পানের নায্যমূল্য না পেয়ে চাষিরা ঋণের টাকা পরিশোধ করতে পারছেন না।” তিনি আরো বলেন, “পান রপ্তানি প্রায় বন্ধ হয়ে যাওয়ায় হঠাৎ করে পানের...