১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৬ এএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৬ এএম রিফাত বেগের টানা দ্বিতীয় ফিফটিতে শক্ত ভিত পেল দল। কিন্তু দলীয় সংগ্রহ একশ পেরুতেই বৃষ্টিতে থেমে গেল ম্যাচ। শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার তৃতীয় যুব ওয়ানডে। বৃস্টলে বুধবার টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের সংগ্রহ যখন ২ উইকেটে ১০১ রান তখন হানা দেয় বৃষ্টি। ৫০ রানের উদ্বোধনী জুটি গড়ে ২৩ রান করে আউট হন জাওয়াদ আবরার। ৫৭ বলে ৭ চার ও এক ছক্কায় ৫১ রান করে ফেরেন রিফাত। আগের ম্যাচেও ৫১ রান করেছিলেন তিনি। বৃষ্টিতে বাগড়া দেওয়ার সময় অধিনায়ক আজিজুল হাকিম তামিম ১৯ ও রিজান হোসেন ২ রানে অপরাজিত ছিলেন। প্রথম ম্যাচে বাংলাদেশের ৮৭ রানে জয়ের পর দ্বিতীয়টি ৪ উইকেটে জিতে সিরিজে সমতা...