জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ২১টি আবাসিক হলে এবার মোট ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ জন এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলবে বিকেল ৫টা পর্যন্ত। এবার ছাত্রদের ১১টি হল ও ছাত্রীদের ১০টি হলে ২১টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। আর এগুলোতে সবমিলিয়ে রয়েছে ২২৪টি বুথ। ছাত্রদের মীর মশাররফ হোসেন হলে ভোটার সংখ্যা ৪৬৪ জন, আল বেরুনী হলে ২১০ জন, আ ফ ম কামালউদ্দিন হলে ৩৩৩ জন, শহীদ সালাম-বরকত হলে ২৯৮ জন, মওলানা ভাসানী হলে ৫১৪ জন, ১০ নম্বর ছাত্র হলে ৫২২ জন, শহীদ রফিক-জব্বার হলে ৬৫০ জন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে ৩৫০ জন, ২১ নম্বর ছাত্র হলে ৭৩৫ জন, জাতীয়...