ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইতিহাসে প্রথমবার জয় পেয়েছে ইসলামি ছাত্রশিবির। পরাজিত হয়েছে আলোচিত আরেক ছাত্রসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।শোচনীয় অবস্থা বামপন্থী ছাত্র সংগঠনগুলোর। দুয়েকজন ব্যতীত বহু প্রার্থীর ভোট সংখ্যা শূন্য। বাম দলগুলোর নেতারা মনে করছেন ঐক্যবদ্ধ প্যানেল দিতে না পারা, সাংগঠনিক দুর্বলতাসহ বেশ কিছু কারণে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর প্রার্থীরা ডাকসুতে কম ভোট পেয়েছে। বামপন্থী সৎ, সাহিত্যসংশ্লিষ্ট সংগঠন মিলে একটি ঐক্যবদ্ধ প্যানেল দিতে পারলে প্রার্থীরা হয়ত শক্ত লড়াই করতে পারতেন। ২০১৯ সালের বিতর্কিত নির্বাচনের পর চলতি বছর ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ডাকসুর ভোট। ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ (সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য নিষিদ্ধ) ব্যতীত ছাত্রদল, শিবির, বাম ও স্বতন্ত্রদের নিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে শতকরা ৭৮ ভাগ ভোট কাস্টিং...