জাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে যুগ্মসাধারণ সম্পাদক (পুরুষ) পদে লড়বেন ফেরদৌস আল হাসান। তিনি মনে করেন, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সমস্যা হলো ব্যবস্থাপনা সংকট। নির্বাচিত হলে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে সেই সংকট সমাধানে তিনি কাজ করার ঘোষণা দিয়েছেন। ফেরদৌস বলেন, ‘যদি আল্লাহর রহমতে আমি নির্বাচিত হই, তবে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষাই হবে আমার ইশতেহার। আমি চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মৌলিক সমস্যাগুলোকে অগ্রাধিকার দিয়ে সমাধান করতে।’ তিনি জানান, একাডেমিক ও প্রশাসনিক সংস্কার, মানসম্মত পরীক্ষা চালু, শিক্ষক নিয়োগে স্বচ্ছতা এবং শিক্ষক মূল্যায়ন পদ্ধতি বিষয়ে তার ইশতেহারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি গবেষণার জন্য আলাদা একাডেমিক জোন প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের জন্য একটি কেন্দ্রীয় সাইবার সিকিউরিটি সেল গঠনের প্রতিশ্রুতিও তিনি দিয়েছেন। নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে ফেরদৌস বলেন, নারীদের অবাধ চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য...