টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতে বাংলাদেশ এশিয়া কাপে খেলতে গেছে বড় স্বপ্ন নিয়ে। স্বপ্নটা শিরোপাসিক্ত হওয়ার। সেই স্বপ্নের পর্বতে ওঠা শুরু হচ্ছে আজ। আবুধাবিতে কঠিন বি-গ্রুপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ পুঁচকে হংকং। যারা গত পরশু টি-টোয়েন্টি এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ৯৪ রানে অলআউট হয়ে ৯৪ রানে হেরেছে আফগানিস্তানের বিপক্ষে। তিনবারের রানার্সআপ বাংলাদেশ স্বপ্নপূরণের লক্ষ্যে ছক্কা হাঁকানোর পাঠ নিয়ে এবার গেছে মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে। ক্ষুরধার পেস আক্রমণ তাদের অন্যতম সহায়ক শক্তি। ব্যাটিং ইউনিটও এখন আর নিষ্প্রভ নয়। জুলিয়ান উডের পাঠশালায় জাকের আলীরা পাওয়ার হিটিংয়ের তালিম নিয়ে আমিরাতে গেছেন। আশা করা যায়, তাদের ব্যাটিংয়ে টি-টোয়েন্টি সুলভ আলো দেখা যাবে। আশার পিঠে কিঞ্চিৎ হতাশার অতীতও রয়েছে। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে বাংলাদেশ হেরেছিল হংকংয়ের কাছে। ক্রিকেটের খুদে সংস্করণে সেটাই এ দুদলের প্রথম ম্যাচ।...